ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পৃথক ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ফরিদপুরে পৃথক ঘটনায় নিহত ২

ফরিদপুর: জেলায় পৃথক দুই ঘটনায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, আর বাকিজন বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছেন।



বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরে ঢোকার মুখে অম্বিকাপুর ষ্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। আর প্রায় একই সময় শোভারামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান অপর এক নারী।

অম্বিকাপুর এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, বুধবার সকাল ৯টার দিকে অম্বিকাপুর ষ্টেশনের কাছে রাজবাড়ীর কালুখালী থেকে ছেড়ে আসা ফরিদপুর এক্সপ্রেস মেইল ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান এ ব্যাপারে জানান, পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।

এদিকে, ফরিদপুর শহরতলির শোভারামপুর এলাকায় পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা সুমন খাঁর স্ত্রী।

এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের খাল থেকে পানি আনার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু রুনার।

ফরিদপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খালেদ মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।