ঢাকা: রাজধানীর পূর্ব জুরাইনে মায়ের বকুনিতে অভিমান করে তামান্না আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পূর্ব জুরাইনের কমিশনার রোডের একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
তামান্না মুন্সীগঞ্জের লোহজংয়ের আবুল হোসেনের মেয়ে। সে ঢাকায় কমিশনার রোডের বাড়িটিতে পরিবারের সঙ্গে ভাড়ায় থাকতো এবং ওই এলাকার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো।
তার ভাই ইব্রাহীম বাংলানিউজকে জানান, তামান্নার সঙ্গে তার স্কুলের এক ছাত্রের প্রেম ছিল। এ নিয়ে বুধবার মা তাকে বকুনি দেন। সে কারণে অভিমান করে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ফাঁস দেয় তামান্না।
ইব্রাহীম আরও জানান, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক। তিনি জানান, তামান্নার মরদেহ এখন ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এজেডএস/এইচএ/