সিলেট: বহুল আলোচিত সিলেটে শিশু শেখ সামউল আলম রাজন হত্যা মামলার নবম কার্য দিবসের সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)।
বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শেষ দিনের সাক্ষ্যগ্রহণ শেষে পূণরায় নতুন তারিখ ধার্য্য করবেন বলে জানা গেছে।
শেষদিনে এ মামলায় সাক্ষ্য দিচ্ছেন ছয় পুলিশ কর্মকর্তা।
তারা হলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন, রাজন হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা একই থানার বরখাস্তকৃত (ওসি-তদন্ত) আলমগীর হোসেন, একই থানার এসআই আরিফুল আমিন, এসআই শামীম আকঞ্জি, এএসআই সোহেল রানা ও সুনামগঞ্জের দিরাই থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব
বাঁছাড়।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে
তিনি বলেন, মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে গত বুধবার পর্যন্ত মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। এবার রাষ্ট্রপক্ষের সাক্ষীরা সাক্ষ্য দেবেন। বৃহস্পতিবার শেষ ধার্য্য তারিখ শেষে শুনানির জন্য নতুন তারিখ ধার্য্য করা হবে।
এর আগে গত ১ অক্টোবর প্রথম দিনে সাক্ষী দেন মামলার বাদী জালালাবাদ থানার বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও রাজনের বাবা শেখ আজিজুর রহমান আলম। এরপর ৪ অক্টোবর রাজনের মা লুবনা বেগম ও চাচা আল আমিনসহ ৪ জন।
তন্মধ্যে ৭ অক্টোবর ৪ জন, ৮ অক্টোবর ৪ জন, ১১ অক্টোবর ৩ জন, ১২ অক্টোবর ৪ জন ও ১৩ অক্টোবর ৪ জন, ১৪ অক্টোবর ৪ জনসহ মোট ২৯ জন সাক্ষী দেন।
এদিকে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দেশে আনার পর তাকে ওই আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এনইউ/বিএস