রংপুর: রংপুরের বদরগঞ্জে কতুবপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজা হবিবর রহমানের (৪৫) লাঠির আঘাতে চাচা মো. প্যাতা মিয়ার (৬০) মৃত্যু হয়েছে।
বুধাবর (১৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাপুল শাহ ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, বুধবার (১৪ অক্টোবর) সকালে ১০টার দিকে চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ভতিজা উত্তেজিত হয়ে চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে চাচা গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, চাচার মৃত্যুর খবর শুনে চিকিৎসাধীন ভাতিজা হাবিবর রহমান বদরগঞ্জ হাসপাতাল থেকে পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই/