ঢাকা: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও যান চলাচল শুরু হবে জানুয়ারি থেকেই। এ লক্ষ্যে বাংলাদেশের রাস্তাগুলো মেরামতের কাজ চলছে এবং সময়মতোই সেটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী আরও জানান, যাত্রী ও যান চলাচলে প্রত্যেক দেশের নিয়মানুযায়ী মূল্য সংযোজন কর নির্ধারিত থাকবে। বাংলাদেশে এ কর কত হবে, সেটিও সময়মতো আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র্যালিটি আগামী ১৪ নভেম্বর ভারত থেকে শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসকেএস/এমজেএফ