রাজশাহী: ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে রাজশাহী ডায়মণ্ড ওয়ার্ল্ড মেলা। বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত।
রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডস্ট্রির মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।
এদিকে, ডায়মণ্ড মেলায় প্রায় পাঁচ হাজারের ওপর বিভিন্ন ধরনের অলঙ্কার রয়েছে। মেলা উপলক্ষে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া মেলায় আগতদের অলঙ্কারে অর্ডারের ক্ষেত্রে কোনো মজুরি নেওয়া হবে না বলে ঘোষণা করেছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় আসা ফারহানা শবনম নামের এক তরুণী বলেন, এ ধরনের ডায়মণ্ড মেলা বিভাগীয় শহর রাজশাহীতে প্রথম। তাই কেনার জন্য না হলেও দেখার ও পরখ করার জন্য মেলায় এসেছেন বলে জানান।
রাজশাহী ডায়মণ্ড ওয়ার্ল্ড মেলার ম্যানেজার রাকেশ প্রামাণিক জানান, মেলায় নাকফুল ২ হাজার ৯শ’ থেকে শুরু করে ৩ লাখ, রিং ৮ হাজার ৫শ’ থেকে ৩০ লাখ, চেইন ৩ হাজার থেকে শুরু করে ২ লাখ এবং হাতের বালা ৭০ হাজার থেকে শুরু করে ২০ লাখ টাকা পর্যন্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএস/জেডএস