ঢাকা: ৮ম জাতীয় বেতনস্কেলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী ববরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল বাসার বলেন, প্রধান শিক্ষকদের মর্যাদা ও উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে নবীন প্রধান শিক্ষক ব্যতীত ৮০ শতাংশ প্রধান শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে শিক্ষেকরা চাকরি জীবনে যত সংখ্যক টাইম স্কেল পেয়েছেন। উন্নীত বেতনস্কেলের সঙ্গে ততসংখ্যক টাইম স্কেল যোগ করে বেতন নির্ধারণ করলে প্রধান শিক্ষকরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।
এ সময় তিনি ৫ দফা দাবি না মানলে ৩০ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশে কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন।
শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো হলো: সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা; সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি দেওয়া; জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত স্বতন্ত্র বেতনস্কেল দেওয়া এবং শিক্ষকদের ঘোষিত বেতন প্রদানের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক গাজীউল হক চৌধুরী, আবুল কাশেম, সহ সভাপতি জুলফিকার আলী, আতিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এফবি/এমজেএফ/