ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অষ্টম অধিবেশন ৮ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
অষ্টম অধিবেশন ৮ নভেম্বর

ঢাকা: আগামী ৮ নভেম্বর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হচ্ছে। এটি দশম জাতীয় সংসদের অষ্টম এবং চলতি বছরের শেষ অধিবেশন।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে।

এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় সমাপ্তির তারিখ নিধারণ করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন শেষ হয়। যা গত ১ সেপ্টেম্বর শুরু হয়। সপ্তম অধিবেশনের মতো অষ্টম অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। মূলত এটি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই অধিবেশন। এরপর জানুয়ারিতে শীতকালীন অধিবেশন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।