ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছবি : প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপভ্যান ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো সাতজন।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার হাজী পাড়ার আনোয়ার হোসেন (৭০)।
 তবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

মৃতদেহ ডুলাহাজারার মালুমঘাটের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে তিনজনকে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া-পেকুয়ার এএসপি (সার্কেল) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।