ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গ্রামীণ নারী দিবস

নারীরা বললেন নিজেদের সফলতার কথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নারীরা বললেন নিজেদের সফলতার কথা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০১৫ পালন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্যোগী নারী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের আয়োজনে শ্রীমঙ্গলে গ্র্যান্ড তাজ রেস্তোরাঁয় সকাল ১০টায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় অংশ নেওয়া প্রশিক্ষিত নারীদের বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ নানা তথ্য।
ক্রেলের যোগাযোগ কর্মকর্তা ইলিয়াছ মাহমুদের সঞ্চালনায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে দিবসের তাৎপর্যের উপর স্বাগত বক্তব্য রাখেন ক্রেলের আঞ্চলিক সমন্বয়কারী (নর্থ-ইস্ট রিজিওন) মাজহারুল ইসলাম জাহাঙ্গীর। মূল প্রতিপাদ্য পাঠ করেন ক্রেল থেকে প্রশিক্ষণ নিয়ে সফল নারী উদ্যোক্তা ডুমুরিয়া নারী উন্নয়ন প্রকল্পের সম্পাদক ফাতেমা বেগম।

এরপর ক্রমান্বয়ে নিজেদের সফলতার কথা বলেন কমলগঞ্জের লঙ্গুরপার গ্রামের সুনাবান বিবি, একই গ্রামের আমেনা বেগম, শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামের ডুমুরিয়া নারী উন্নয়ন প্রকল্পের সদস্যা তেরাজান বেগম, ভাষাণীগাঁও-এর জমিলা বিবি, বাঘমারা গ্রামের খোদেজা বেগম ও বড় গাঙ্গিনার আরএমও সদস্য ইউপি সদস্যা সুপ্রিয়া চক্রবর্তী।
 
এছাড়াও বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।