ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সুজনের গোলটেবিল বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
রাজশাহীতে সুজনের গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে পিস প্রেসার গ্রুপ ও সুশাসনের জন্য নাগরিক সুজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহীর কুকিজার সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টের  সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।



পিস প্রেসার গ্রুপের সমন্বয়কারী মিজানুর রহমানের সঞ্চালনায় ও সুজনের রাজশাহী জেলা কমিটির সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

বক্তারা বলেন, আমরা নাগরিকরা যদি স্ব স্ব অবস্থানে থেকে সমাজ তথা রাষ্ট্রের সব পর্যায়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যথাযথ ভূমিকা পালন করি এবং প্রয়োজনে জাতীয় ঐক্য গড়ে তুলি, তবে অবশ্যই দ্বন্দ্ব-সংঘাত-সহিংসতা নেতিবাচক অনুষঙ্গ থেকে আমরা মুক্তি পাবো।

এতে বক্তব্য রাখেন- শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মওলা, ওর্য়াকাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ওয়ার্কাস পার্টি নেতা আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলমগীর এইচ সরকার, বিএনপি নেত্রী সাবেক এমপি জাহান পান্না, পবা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক তোতা, জাতীয় পার্টি রাজশাহী মহানগর সম্পাদক  ড. আবু ইফসুফ সেলিম, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।