যশোর: যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি একাডেমির ৬৮ ও ৬৯তম কোর্সে উত্তীর্ণ ৫০ জন পাইলট অফিসারের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি একাডেমির ট্রেনিং উইং অডিটোরিয়ামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ এ সনদ বিতরণ করেন।
এ সময় বিমানবাহিনী একাডেমির কমান্ড্যান্ট এম নজরুল ইসলামসহ পদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কোর্সে উত্তীর্ণ পাইলট অফিসারদের মধ্যে ৬৮তম কোর্স থেকে নেওয়াজ মোহাম্মদ শরীফ এবং ৬৯তম কোর্স থেকে পাইলট অফিসার মমিনুর রশিদ ভুইয়া শিক্ষা বিষয়ে সেরা ভালো ফলাফল করায় তাদেরকে ওসমানী স্বর্ণ পদক দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শেখ মামুন খালেদ বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। প্রযুক্তি নির্ভর বাহিনী হওয়ায় পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিমান বাহিনীর অফিসারদের আকাশযুদ্ধ সম্পর্কে আধুনিক ধারণা অর্জন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ