জয়পুরহাট: দালালের খপ্পরে পড়ে ভাল চাকরির আশায় অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাড়ি জমানো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সান্তাহার গ্রামের দুই কিশোরকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই কিশোরদের তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সভাপতি শহীদ ইকবাল সদু, মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারফুল ইসলাম তোতা, সেন্ট্রাল যুব রেড ক্রিসেন্টের সদস্য মাজহারুল ইসলাম শাওন ও স্থানীয় সংবাদ কর্মীরা।
হস্তান্তরকৃত দুই কিশোর ক্ষেতলাল উপজেলার মাহমুদ ইউনিয়নের সান্তাহার গ্রামের আ. মজিদের ছেলে ও খোশবদন আলিম মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র মোতালেব হোসেন (১৭) ও একই গ্রামের নজিমদ্দীনের ছেলে ও এসএ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র নাহিদ ইসলাম।
এ ঘটনায় অভিযুক্ত দালালের নামে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে হস্তান্তরকৃত দুই কিশোরের বাবারা জানিয়েছেন।
ফিরে আসা দুই কিশোর বাংলানিউজকে জানান, চলতি বছরের ২৩ এপ্রিল স্থানীয় দালাল বাহাজ্জুল ইসলামের সঙ্গে বাসে করে ঢাকা থেকে কক্সবাজারের মহেশখালীতে যায়। সেখান থেকে প্রথমে ছোট নৌকা ও পরে জাহাজে করে মালয়েশিয়া পাড়ি জমানোর পথে প্রায় তিনমাস অতিবাহিত হয়। তিনশ’ জনের ওই জাহাজটি এক সময় মায়ানমারের সংকোচন নামক পাহাড়ের পাদদেশে গিয়ে ভেড়ে। সেখানে দালালরা তাদের ওপড় অমানুষিক নির্যাতন চালিয়ে বিকাশের মাধ্যমে দুই পরিবারের কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে তারা তাদের রেখে চলে যায়।
পরে জাহাজে থাকা ওই দুই কিশোরসহ অন্যান্যরা মায়ানমার নৌবাহিনীর হাতে ধরা পড়লে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ ১২ অক্টোবর বিজিবির মাধ্যমে উদ্ধারকৃতদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেন।
অবশেষে রেড ক্রিসেন্টের মাধ্যমে বিভিন্ন জেলায় স্ব স্ব অভিভাবকদের হাতে তাদের তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ