ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বন্দুকসহ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
সুন্দরবনে বন্দুকসহ দস্যু আটক ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালিয়ে ফরিদ মোল্যা (২০) নামে এক দুস্যকে বন্দুকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বনবিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক ফরিদ মোল্যা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা ও দস্যু আমির বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এসএম সোয়েব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দস্যু ফরিদ মোল্যাকে কালিরখাল এলাকা থেকে দু’টি দেশি ও দু’টি বিদেশি বন্দুকসহ আটক করা হয়। তাকে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।