দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় রাস্তার পাশ থেকে হাত-পা বাধা অবস্থায় পরিমল চন্দ্র রায় (২৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নবগ্রাম মোড় এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিমল নবগ্রামের অমল চন্দ্র রায়ের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ দেখে পুলিশকে সংবাদ দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরিবারের সদস্যরা শনাক্ত করার পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান মোস্তাক আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এটি