ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর মহিলা পরিষদ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তোলা ও সাম্প্রদায়িক বন্ধন আরও জোরদার করার আহ্বান জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদের সহ-সভাপতি রিজিয়া হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এমি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, আবু সাঈদ মিয়া, মঞ্জুয়ারা ছালাম, সামসুন্নাহার, রাধা রানী ভৌমিক, খুরশিদা আনোয়ার, তুরিন শাহরিয়ার ও লাভলী সুলতানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিসি