ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হাসপাতাল সড়কে সেতু উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
গাজীপুরে হাসপাতাল সড়কে সেতু উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রোডে খালের ওপর পুনর্নির্মিত সেতু উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন।



২২ দশমিক ৫ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ২০ মিটার প্রশস্ত এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

সেতুর উদ্বোধন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ আহসান রাসেল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাদী শামীম, প্যানেল মেয়র-২ হাসান আজমল ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।