ফরিদপুর: প্রতিবন্ধীদের দেশের অর্থনীতির মুল চালিকাশক্তির সঙ্গে যুক্ত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আলোচনা সভার বক্তারা।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরিদপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘নির্ভয়ে পথ চলা’ স্লোগান নিয়ে পালিত হচ্ছে এবারের বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। ফরিদপুরে দিবসটির কর্মসূচি হিসেবে আলোচনা সভা ছাড়াও ছিল শোভাযাত্রা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদ।
ফরিদপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এএইচএম আলী আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. নূরুল হক, আজহারুল ইসলাম, পান্না বালা, সৈয়দ আশরাফুল আজম, এমএ জলিল, বেলায়েত হোসেন, সুরেশ চন্দ্র হালদার, জাহানারা বেগম, আসম আব্দুল হাদী সাব্বির, মিলি আক্তার, বিপ্লব মালো, আব্দুল কুদ্দুস মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের ভাতা নির্ভর না করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এ ব্যবস্থা করা না হলে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব নয়।
সভায় ২১ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এএসআর