গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ আটকা পড়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার গুড়া খাওয়া এলাকায় জেলে প্রবীর দাসের জালে ধরা পড়ে মাছটি।
জেলে প্রবীর দাস উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষ্মীপুর গ্রামের চিড়াকুটনি পাড়ার প্রফুল্ল দাসের ছেলে।
প্রবীর দাস জানান, বিকেলে ঘাঘট নদের গুড়া খাওয়া এলাকায় মাছ ধরছিলেন তিনি। হঠাৎ করে তার জালে একটি বড় মাছ আটকা পড়ার বিষয়টি তিনি টের পান।
এতে জাল টেনে না উঠিয়ে পানিতে ডুব দিয়ে অপর দুই জেলের সহায়তায় মাছটি জালসহ নদীর পাড়ে তুলে আনেন তিনি। মাছটি লম্বায় চার ফুট, ওজন প্রায় ২০ কেজি।
পরে, মাছটি স্থানীয় বাজারে ১৭ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান প্রবীর দাস।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেড