ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঘাঘটে ধরা পড়লো ২০ কেজির বোয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ঘাঘটে ধরা পড়লো ২০ কেজির বোয়াল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ আটকা পড়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার গুড়া খাওয়া এলাকায় জেলে প্রবীর দাসের জালে ধরা পড়ে মাছটি।



জেলে প্রবীর দাস উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষ্মীপুর গ্রামের চিড়াকুটনি পাড়ার প্রফুল্ল দাসের ছেলে।  

প্রবীর দাস জানান, বিকেলে ঘাঘট নদের গুড়া খাওয়া এলাকায় মাছ ধরছিলেন তিনি। হঠাৎ করে তার জালে একটি বড় মাছ আটকা পড়ার বিষয়টি তিনি টের পান।

এতে জাল টেনে না উঠিয়ে পানিতে ডুব দিয়ে অপর দুই জেলের সহায়তায় মাছটি জালসহ নদীর পাড়ে তুলে আনেন তিনি। মাছটি লম্বায় চার ফুট, ওজন প্রায় ২০ কেজি।

পরে, মাছটি স্থানীয় বাজারে ১৭ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান প্রবীর দাস।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।