লালমনিরহাট: যাত্রীবাহী বাসের চালককে মারপিট করার ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন মোটর-শ্রমিক নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার আদিতমারী উপজেলার সোনালী ব্যাংক মোড়ে এই অবরোধ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ইয়ামিন পরিবহনের চালক আমিন মিয়াকে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে মারপিট করে দুর্বৃত্তরা।
এর প্রতিবাদে আদিতমারী সোনালী ব্যাংক মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বাস আড়াআড়ি করে অবরোধ করেন মোটর-শ্রমিক নেতাকর্মীরা। এ সময় নৈশ্য কোচসহ বিভিন্ন পরিবহন আটকা পড়লে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এদিকে,অবরোধের খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাংলানিউজককে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচলও পুরোদমে চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই