রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ক্যাশ অফিসার (কোষাধ্যক্ষ) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন ভবনে সকাল ১০টা থেকে ১১টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাজশাহীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের জালালউদ্দিন, গাজীপুরের শ্রীপুরের মেজবাহউদ্দিন, রাজশাহীর নওদাপাড়ার মাহমুদুল আলম ও দিনাজপুরের মুস্তাক আলী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকরা অন্যের হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার হল পরিদর্শকের কাছে এই জালিয়াতি ধরা পড়লে তাদের আটক করা হয়।
আটকদের থানা হাজতে রাখা হয়েছে। রাকাব কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই