রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকসহ যাত্রীরা সময় মতো বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভুলতা গোলচত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে ভুলতা গোলচত্বর এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে বাসটির চালকসহ যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় মহাসড়কে চলাচলরত যানবাহনসহ চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আধা ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, চালকের অসাবধানতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, মহাসড়ক থেকে বাসটি সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৯ অক্টোবর ১৬, ২০১৫
আরএম