খুলনা: দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের বেসরকারি মহসেন জুট মিল।
মিলটি ১৭ অক্টোবর (শনিবার) থেকে পর্যায়ক্রমে উৎপাদনে যাবে বলে মিলের এক নোটিশে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মিলগেটে প্রদশিত কর্তৃপক্ষের একটি নোটিশ কেন্দ্র করে শ্রমিক নেতা ও শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মিলের নির্বাহী পরিচালক তাওহীদউল ইসলাম স্বক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে ১৭ অক্টোবর মিলের মেইনটেনেন্সের কাজ শুরু করা হবে এবং মিল মেইনটেনেন্সের কাজ শেষে পর্যায়ক্রমে উৎপাদন সহ অন্যান্য বিভাগে লোক নিয়োগ করা হবে। আগ্রহী সকল শ্রমিকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকটি ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ শ্রম অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী নোটিশে উৎপাদনের সময় সূচি জানিয়ে দেওয়া হবে। মিলের এই নোটিশ দেখে শ্রমিক নেতা এবং শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মিলের সিবিএ সভাপতি সুলতান মোল্যা জানান, কর্তৃপক্ষ মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া সকল পাওনা পরিশোধ করে শ্রমিদেরকে নো-ওয়ার্ক নোপে ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়ায় কথা থাকলেও কর্তৃপক্ষের দেওয়া নোটিশ নিয়ে যথেষ্ঠ সন্দেহ দেখা দিয়েছে।
তিনি মালিক পক্ষের আগের যে সিদ্ধান্ত ছিলো সে অনুযায়ী মিলের বকেয়া চুড়ান্ত বিল পরিশোধ করে মিলের শ্রমিকদের নো ওয়ার্ক নো পে ভিত্তিতে নিয়োগ দেওয়ায় আহবান জানান।
এদিকে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য ৫ দফায় লে-অফ ঘোষণার পর ২০১৪ সালে ১৮ জুলাই পর্যন্ত মিলটি লে-অফ থাকার পর ২০১৪ সালের ১৯ জুলাই মিলটি চালু না করে এক যোগে মিলের ৬৩১ জন শ্রমিক ও ৩৬ জন কর্মচারীকে ছাটাই করেছিল মিল কতৃপক্ষ। এরপর থেকে তারা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে আসছেন।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআরএম/বিএস