ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুবি ক্যাম্পাস মাতালেন জেমস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
খুবি ক্যাম্পাস মাতালেন জেমস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: গুরু ঘর বানাইলা কী দিয়া/ দরজা জানালা কিছু নাই; পাগলা হাওয়ার তরে/ মাটির পিদিম নিভু নিভু করে’; ‘ঝাকা নাকা ঝাকা নাকা দেহ দোলানা’র মতো প্রায় দুই ডজন জনপ্রিয় গান গেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) মাতিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‍তারকা জেমস।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের শেষ দিনে শুক্রবার (১৬ অক্টোবর) হাজার হাজার শিক্ষার্থীকে উন্মাদনায় মাতিয়ে তোলেন তিনি।



জেমস যখন মঞ্চে ওঠেন তখন হাজার হাজার শিক্ষার্থী উল্লাস আর করতালিতে তাকে অভিনন্দন জানান। জেমসও দুই হাত উঁচু করে ভক্ত-শ্রোতাদের অভিবাদনের জবাব দেন।

এর পর শ্রোতাদের অনুরোধে রাত ১২টা পর্যন্ত একটার পর একটা গান গেয়ে যান জেমস। গানের তালে তালে শিক্ষার্থীরা নৃত্য ও উল্লাসে মেতে ওঠেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।