রাজশাহী: রাজশাহীতে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে আসাদুল্লাহ আল গালিব নামে এক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর তেরখাদিয়া মসজিদুল আবরার মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আহত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব রাজশাহী মহানগরীর শ্যামপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে তেরখাদিয়া মসজিদুল আবরার মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় মাদরাসা শিক্ষক এমরান হোসেন বর্তমানে রাজপাড়া থানায় আটক রয়েছেন। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার পর দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
আহত মাদরাসা শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব জানায়, রাত সাড়ে ১১টার দিকে সে বাথরুমে যেতে চাইলে শিক্ষক এমরান তাকে বেত দিয়ে পেটানো শুরু করেন।
গালিবের বাবা মোসলেম উদ্দিন জানান, তার ছেলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করেন। এছাড়া শিক্ষার্থী নির্যাতন করায় শিক্ষক এমরানকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত গালিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গালিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান গালিবের বাবা মোসলেম উদ্দিন।
মহানগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান জানান, ওই শিক্ষার্থীকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আটক মাদরাসা শিক্ষককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে শিশুর বাবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরের মধ্যেই আদালতে পাঠানো হবে বলেও জানান রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএস/এমজেএফ/