বরিশাল: বরিশাল নগরে জাফর মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরের চার নম্বর ওয়ার্ডের নগরের পুল এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
জাফর নগরের দুই নম্বর ওয়ার্ডের মৃত আউয়াল মিয়ার ছেলে। তার ভাই জগলুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান জানান, বিষয়টি তারা শুনেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআই