ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মাপাড়ে বসেছে সচিব সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পদ্মাপাড়ে বসেছে সচিব সভা ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতু প্রকল্প এলাকায় বৈঠকে বসেছে সচিব সভা। সচিব কমিটির সদস্যরা ছাড়াও প্রায় অর্ধ শতাধিক সচিব এ বৈঠকে অংশ নিয়েছেন।



শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া ১ এর অফিস বিল্ডিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সূচনা বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু হয়।

এরপর ৯টা ৫৫ মিনিটে পদ্মাসেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যের পর ১০টা ১৫ মিনিটে ১৫ মিনিটের উন্মুক্ত আলোচনা শুরু হয়। উন্মুক্ত আলোচনা শেষে ১০টা ৩৫ মিনিটে মূল সভা শুরু হয়।

এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে পদ্মাসেতু প্রকল্প এলকায় পৌঁছান সচিবরা।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫/আপডেট: ১০৫০ ঘণ্টা
এসএমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।