ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভাটারায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ভাটারায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা সাঈদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ মো. সায়মন (১৫) নামে দারুস সালাম হোসেনিয়া মাদ্রাসার এক ছাত্রের ম‍ৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদ্রাসার ভেতরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মো. শাকিল (১৪), মো. সায়মন (১৫) ও মো. শামীম (১৫)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে শাকিল ও সায়মনের অবস্থা ছিল আশঙ্কাজনক। শাকিল বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।