মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি ইটভাটা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক বাংলানিউজকে জানান, মহাজনপুর গ্রামে মশিউর রহমান নামে এক ব্যক্তির পরিত্যক্ত ইটভাটায় তিনটি গামছা দিয়ে হাত-পা ও মুখ বাঁধা মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআই