মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকের চাপায় আলীম হোসেন (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেঘা ফিড ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক উপজেলার মেঘা ফিড ফ্যাক্টরি এলাকার দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলীমের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএটি/আরএ