ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কোনো কোয়ালিফিকেশন নাই। অথচ স্বাস্থ্যমন্ত্রী হয়ে চিকিৎসাখাতে কাজ করছি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণে হামদর্দ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে হামদর্দ ল্যাবটরিজ (ওয়াকফ) বাংলাদেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের ভুয়া ডাক্তার রয়েছেন অনেক। যাদের ভুল চিকিৎসায় মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এদের নির্মূল করতে হবে। ’
‘সরকারি হাসপাতালগুলোতে রোগীদের বন্যা বয়ে গেছে। কিন্তু সেবা দিতে পারছিনা। এর কারণ সরকারের সীমিত সম্পদ। তবুও আমরা এ সম্পদকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে অনেক উন্নয়ন করেছি। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করে গ্রামের মানুষকে সেবা দিচ্ছি,’ বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজধানীতে ফাইভ স্টার মানের হাসপাতাল রয়েছে। কিন্তু সেসব হাসপাতালে গরিবের কোনো সহায়তা করা হয়না। বলার পরও সহায়তা দিচ্ছে না তারা। ’
‘সরকারের একার পক্ষে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবা দেওয়া সম্ভব না। তাই বেসরকারিখাতকেও এগিয়ে আসতে হবে,’ আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
সব রোগের মহৌষধের বিজ্ঞাপন বন্ধ করতে হবে:
আলোচনা সভায় ইউনানি ও হোমিওপ্যাথি চিকিৎসার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাতে টেলিভিশন খুললে দেখা যায় সমস্ত রোগের মহৌষধের বিজ্ঞাপন চলছে। যা ইউনানি ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্থ করছে। এসব বন্ধ করতে হবে।
এসব বিজ্ঞাপন প্রচারে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলোতে এ ধরনের বিজ্ঞাপন বেশি দেখানো হয়। এসব বন্ধে এরইমধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের সভাপতিত্বে সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ইইউডি/এমএ