সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শাহিন বাদশা ডলার (২১) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর চেয়ারম্যানপাড়ার হানিফ উদ্দিনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুল যাওয়া-আসা পথে উত্ত্যক্ত করত শাহিন। এ ব্যাপারে থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। দোষ প্রমাণিত হওয়ায় আদলতের বিচারক তাকে সাতদিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ