ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
গাংনীতে মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কাজীপুর ফুটবল মাঠে গার্ড অফ অনার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে কাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বুধবার (২১ অক্টেবার) বিকেল সাড়ে ৫টায় বার্ধক্য জনিত কারণে মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব (৭০) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয় স্বজন-বন্ধু বান্ধব ও অসংখ্য সহ-মুক্তিযোদ্ধা রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের নামাজে জানাজায় অংশ নেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দীন, সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, আমিরুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মকলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ মহন, মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন,  গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সহ দফতর সম্পাদক আব্দুল আলীম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুজ্জামান শিপু, সৈনিকলীগ নেতা জিয়াউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।