কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার রাস্তার পাশ থেকে মো. আজহারুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজহারুল ইসলাম ময়মনসিংহ জেলার বারেরা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ বাংলানিউজকে জানান, মৃত আজহারুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে চলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ