বগুড়া: চালককে খুন করে মালবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ট্রাকটি চট্টগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালের দিকে শাহজাদপুর থানা পুলিশ সিরাজগঞ্জ-পাবনা সড়কের বিলবাইর এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের নাম জাহাঙ্গীর (৪৫)। তার বাড়ি বগুড়া সদর উপজেলার ছোটকুমড়া গ্রামে। এ ঘটনায় চালকের ছেলে ও ট্রাকটির হেলপার হাসানও (১৬) আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে হুইল সাবানের গুড়ো নিয়ে বগুড়ার উদ্দেশ্যে ট্রাকটি (বগুড়া ট-১১-০৭৯৬) রওনা দেয়।
পথিমধ্যে খাবার খেতে গাজীপুরের চন্দ্রামোড় এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়ায় চালক। পরে সেখান থেকে গাড়ি ছাড়ার সময় যাত্রীবেশে চারজন ছিনতাইকারী নিজেদের বিপদের কথা বলে বগুড়ায় যেতে ট্রাকে ওঠে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পার হওয়ার পর ছিনতাইকারীরা চালক ও হেলাপারকে বেঁধে ফেলে। এক পর্যায়ে চালককে খুন ও হেলপারকে আহত করে ট্রাকটি নিয়ে ছিনতাইকারীরা পাবনার দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রেজাউল হক।
মালসহ ছিনতাই হয়ে যাওয়া ট্রাকটির মালিক বগুড়ার এম. হাসান টেইলার্সের সত্ত্বাধিকারী এম. হাসান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালের দিকে চালককে খুন করে ট্রাক ছিনতাইয়ের খবর জানতে পেরেছেন তারা।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমবিএইচ/আরএইচ