ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে চালককে হত্যা করে ট্রাক ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
শাহজাদপুরে চালককে হত্যা করে ট্রাক ছিনতাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চালককে শ্বাসরোধে হত্যা করে ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)।

তিনি বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ব্রিজের কাছে বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বত্তরা এসময় চালকের ছেলে হাসানকেও (১৫) শ্বাসরোধে হত্যার চেষ্টা করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে আহত হাসানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসান ট্রাকটির হেলপার হিসেবেও কাজ করে। তার বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে জাহাঙ্গীর ও তার ছেলে ট্রাকে পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিলেন।

পথে ঢাকার চান্দুরা এলাকা থেকে যাত্রীবেশে চার ছিনতাইকারী ওই ট্রাকে ওঠে। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় এলে ছিনতাইকারীরা ট্রাকটির নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয়। ভোর ৪টার দিকে তারা ট্রাকটি শাহজাদপুরের বিন্নাবাড়ী এলাকায় নিয়ে চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ফেলে দেয়। এসময় তারা হাসানকেও শ্বাসরোধ করে মৃত ভেবে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়।    

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।