সাভার(ঢাকা): সাভারে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে বন্ধু। বৃহস্পতিবার(২২ অক্টোবর)সকালে সাভার পৌর এলাকার গেন্ডা আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, আনন্দপুর গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে শুভ এবং প্রতিবেশী নুর ইসলাম ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। দু’জন একসঙ্গে গেন্ডা এলাকায় কাঁচা বাজারে ব্যবসা করতেন।
বৃহস্পতিবার সকালে গেন্ডা এলাকায় অবস্থিত শুভদের বাড়ির দেওয়াল টপকে ঘাতক বন্ধু নুর ইসলাম শুভর ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে।
এ সময় শুভর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে নুর ইসলামকে ছুরি সহ আটক করে। পরে রক্তাক্ত অবস্থায় শুভকে উদ্ধার করে সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা সেবা।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে নুর ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরআই