মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ির মেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বিল্লাহ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত বিল্লাহ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বাসিন্দা।
মৃতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, দুপুরে গড়পাড়া ইমামবাড়ির মেলার একটি চায়ের দোকানে চা পান করছিলেন বিল্লাল। এ সময় দোকানের পাশে এক বেলুন বিক্রেতার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে বিল্লাল ও আরেক ব্যক্তি গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর