দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মাসুমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-পাবর্তীপুর সড়কের উপজেলার জব্বারপাড়া মোবারকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুমা খাতুন ওই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে ফুলবাড়ী-পাবর্তীপুর সড়ক পার হচ্ছিলেন মাসুমা। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা মাসুমাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/আরএ