ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খিজির খান হত্যায় আসামি তরিকুলের স্বীকারোক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
খিজির খান হত্যায় আসামি তরিকুলের স্বীকারোক্তি ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’র (পিডিবি) সাবেক চেয়ারম্যান ও রহমতিয়া খানকাহ শরিফের পীর প্রকৌশলী খিজির খান হত্যা মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি তরিকুল ইসলাম ওরফে তারেক।

রোববার (২৫ অক্টোবর) দ্বিতীয় দফায় আটদিন রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আজিজুর রহমান।

তরিকুলের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক।

এছাড়াও অপর একটি খুনসহ ডাকাতির মামলায় তরিকুল ও অপর আসামি আলেক ব্যাপারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির।

উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলে ও রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে প্রকৌশলী খিজির খান হত্যার ২ আসামি তরিকুল ইসলাম ওরফে তারেক ও মো. আলেক বেপারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা হত্যাকাণ্ডের সময় লুট হওয়া দু’টি ল্যাপটপ ও দু’টি ক্যামেরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে গত ৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মধ্য বাড্ডার বাড়িটির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন খিজির খান। এর দোতলায় রয়েছে ‘রহমতিয়া খানকাহ শরিফ (ঢাকা শাখা) ’।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।