ঢাকা: সরকারি পে-স্কেলে ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কমর্সূচি পালিত হয়।
সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিতে কর্মসূচিতে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
সংগঠনটির ঢাকা মহানগর শাখার সদস্য আসিক সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা মহানগর শাখার সমন্বয়ক মমিন হাওলাদার, সহ সমন্বয়ক নসরুল আমিন, যুগ্ম সমন্বয়ক শফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তুলছে। প্রসারিত হচ্ছে সম্ভাবনাময় ওষুধ শিল্পও। বর্তমানে ২৫৮টি কোম্পানি দেশের ওষুধের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করছে। কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে এ শিল্পে কর্মরত দু’লাখের বেশি বিক্রয় প্রতিনিধি। তাদের পারিশ্রমিক আগের অবস্থাতেই রয়ে গেছে।
তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়েছে, এতে সরকারি চাকরিজীবীরা উচ্চ মূল্যের বাজারে সমন্বয় করে চলতে পারলেও বিপাকে পড়েছেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। কোনো নীতিমালা না থাকায় এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিরও নিশ্চয়তা নেই। এমনকি উৎসব পার্বণেও কোনো ছুটি পান না তারা।
তাই ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সার্বিক দিক বিবেচনা করে সরকার ঘোষিত বেতন স্কেলের সপ্তম গ্রেডে বেতন ভাতা দেওয়ার দাবি জানান তারা।
পাঁচ দফার বাকি চার দফা হলো, টিএ/ডিএসহ অন্যান্য ভাতা চালু, চাকরির নীতিমালা প্রণয়ন, মেডিকেল রিপ্রেজেন্টিটিভদের সংগঠনকে (ফারিয়া) স্বীকৃতি এবং সাপ্তাহিকসহ সব সরকারি ছুটি দেওয়া।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমএ/এমএন/জেডএস