ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাইবার নিরাপত্তায় সেমিনার সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সাইবার নিরাপত্তায় সেমিনার সোমবার ছবি: বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাইবার নিরাপত্তা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ ও প্যাল আলটো নেটওয়ার্কস। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমণ্ডি ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হবে।


 
রোববার (২৫ অক্টোবর) ফার্মগেট ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি তপন কান্তি সরকার।
 
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী আইটি সেক্টরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সব পর্যায়ে নিরাপত্তা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সন্ধ্যা সাতটায় ধানমণ্ডি ক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
 
‘ক্র্যাক দ্য কোড-প্রিভেন্ট এডভান্সড থ্রেটস’ শীর্ষক সেমিনারে উদ্বোধন করবেন প্যালো আলটো’র ভারত এবং সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অনীল ভাসিন, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিটিও ফোরাম বাংলাদেশ’র সভাপতি তপন কান্তি সরকার।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির মহাসচিব ড. জিয়াউল হক, কোষাধ্যক্ষ এস এ আর মো. মাইনুল ইসলাম, জ্যেষ্ঠ সভাপতি প্রকৌশলী মো. সুলতান বাদশাহ প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।