ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেল চাপায় আউয়াল হাওলাদার নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, নিহত আউয়াল হাওলাদার উপজেলার বারবাকপুর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আউয়াল রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় এক মোটরসাইকেল আরোহী দু’টি কুকুরের আক্রমণ থেকে বাঁচতে বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে পেছন থেকে দিনমজুর আওয়ালকে ধাক্কা দেন। এতে আউয়াল রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রথমে নিহত আউয়ালের মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পুলিশ তার স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই