আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (২৫) নামে হিউম্যান হলারের এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে আশুলিয়া সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-আশুলিয়া সড়কের নরসিংহপুর এলাকায় গ্রামীণ পরিবহনের দু’টি হিউম্যান হলার ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে হেলপার মোস্তফা কামাল গুরুতর আহত হন।
দ্রুত তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো চালককে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএনএইচ/জেডএস