বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট সংলগ্ন নোম্যান্সল্যান্ড থেকে হাতঘড়ি তৈরির সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
বিজিবি জানায়, সকালে পাসপোর্ট যাত্রীর বেশে এক যুবক একটি ব্যাগ নিয়ে নোম্যান্সল্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় বিজিবি সদস্যরা তাকে দাঁড়াতে বললে তিনি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে হাত ঘড়ি তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস মোমেন্ট পাওয়া যায়। যার দাম প্রায় ৬০ লাখ টাকা।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত পণ্য বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই