ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীর কাথুলি ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
গাংনীর কাথুলি ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন চলছে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মেহেরপুর: গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার থেকে ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রের ৪০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।



নির্বাচনে আওয়ামী লীগের একাংশের সমর্থিত প্রার্থী সিহাব উদ্দীন, অপর অংশের সমর্থিত প্রার্থী মিজানুর রহমান রানা, বিএনপি সমর্থিত প্রার্থী জিয়াদ আলী, স্বতন্ত্র প্রার্থী আতিয়ার রহমান ও আরশেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের কর্মী-সমর্থকরা সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর আশেপাশে এসে অবস্থান নেন। সকাল ৯টা পর্যন্ত নারী ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারের উপস্থিত বাড়তে থাকে।

ভোট কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। এছাড়া চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইল টিম ও এক প্লাটুন বিজিবি সদস্যদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

গাংনী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৫৩ জন । এর মধ্যে ৭ হাজর ৫৫৯ জন পুরুষ ও ৭ হাজার ৯৯৪ জন মহিলা ভোটার।

কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেন গত ২৮ আগস্ট মারা যাওয়ায় পদটি শুণ্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।