মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মধ্যরাতে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিয়া জানান, রাতে পুরাতন মটমুড়া গ্রামের ইটভাটার পাশে অস্ত্র বেচাকেনা হচ্ছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। টের পেয়ে অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায় অস্ত্র ক্রেতা ও বিক্রেতারা। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই