রাজবাড়ী: রাজবাড়ী শহরের ভবানিপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন সরদার (৩৫) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মুন্নু (২৬) নামে আরেক শ্রমিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন সরদার সদরের মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর গ্রামের নায়েব আলি শেখের ছেলে ও আহত মুন্নু সরর্দার একই ইউনিয়নের সূর্য নগর মহাদেবপুর গ্রামের আক্কাসের ছেলে।
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. রফিক মোল্লা বাংলানিউজকে জানান, শ্রমিক মিলন ও মুন্নু শহরের ভবানিপুর ভাঙাব্রিজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের রড়ের কাজ করছিলেন। বিকেলে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে মিলন ও মুন্নু গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে অন্য শ্রমিকরা রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
রড মিস্ত্রি মিলনের মৃত্যুর সংবাদ পেয়ে মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান হাসপাতালে ছুটে যান ও তার পরিবারের প্রতি শোক প্রকাশ ও আহতের চিকিৎসার খোঁজ খবর নেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জোবায়ের বাংলানিউজকে বলেন, মিলনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় ও আহত মুন্নু চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/আরএ