ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ইঁদুর নিধন অভিযান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ধনবাড়ীতে ইঁদুর নিধন অভিযান

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ।

সুজন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জাকিয়া সুলতানা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, রফিকুল ইসলাম তালুকদার ফটিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী।

অনুষ্ঠানে বক্তারা ফসল চাষাবাদ ও সংরক্ষণের ক্ষেত্রে ইঁদুরের বিষয়ে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।