ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

যারা উন্নয়নে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
যারা উন্নয়নে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যারা উন্নয়নে বাধা দেবে তারা যে দলেরই হোক না কেনো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মরা মধুমতি নদীর তীরে শেখ রাসেল শিশু পার্কে অনুষ্ঠিত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, ৯৬-তে গোপালগঞ্জের যে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া সেসব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিলেন।

এখন আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বেশির ভাগই বাস্তবায়ন হয়ে গেছে। যেসব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো, যোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস। ইতিমধ্যে গোপালগঞ্জের ৮০ ভাগ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। ২০১৮ সালের মধ্যে বাকি ২০ ভাগ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। জেলা শহরের সঙ্গে প্রতিটি ইউনিয়নের সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। এখন ভোলা থেকে গোপালগঞ্জ ও খুলনার জন্য গ্যাস আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে তিনি ফিতা কেটে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ মেলায় ১১০টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।